• hapunia.dakhil.madrasa@gmail.com
  • 01711000000
Logo

হাপুনিয়া দাখিল মাদরাসা

HAPUNIA DAKHIL MADRASAH

মাদ্রাসা কোডঃ ১৩৮৭৭ , EIIN:119788,Voc Code: 20144, স্থাপিতঃ ১৯৮৫ ইং

মুজিব জন্মশতবার্ষিকী

ধুবিল আয়েশা ফজলার উচ্চবিদ্যালয় এর পক্ষ হতে মুজিব জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। বার বার কারাবরণ করেছেন। জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন, মামলা-হামলা সবকিছু উপেক্ষা করে নিজ আদর্শে অবিচল থেকেছেন। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপোস করেননি। কখনো মাথা নত করেননি। তিনি বলেছেন, ‘আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ।’ তাঁর জন্মশতবর্ষ তাই আমাদের কাছে এক অবিস্মরণীয় দিন।